যোগাযোগ ব্যবস্থাঃ বর্তমানে হবিগঞ্জ জেলা থেকে ১৮ কিঃমিঃ দূরত্বের পাকা সড়ক থাকলেও পূর্বে হবিগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল । ৬-৭ বছর আগেও হবিগঞ্জ যেতে হলে অনেক ঝামেলা পোহাতে হত । কোন সভায় যেতে হলে একদিন আগে থেকে প্রস্ত্ততি গ্রহণ করা হত অথবা আগের দিন গিয়ে হবিগঞ্জে অবস্থান করতে হত । কিছুটা পায়ে হেঁটে, কিছুটা নৌকায়, তারপর রিক্সা বা মোটর সাইকেল, কখনো চাঁদের গাড়ী এভাবে সারাদিন কেটে যেত । তবে হবিগঞ্জ লাখাই সড়কের উৎপত্তি ব্রিটিশ আমলেই হয়েছে মর্মে জানা যায় । লাখাই স্বজনগ্রামে পুলিশ আউট পোষ্ট সৃষ্টির সাথে সাথে এই সড়কের নির্মাণ এবং যাতায়াত শুরু হয় । ১৯৮২ সালের পরে ১ কিঃমিঃ ব্রিক সলিং এবং কালভার্ট সমূহ নির্মাণের কাজ শুরু হয় । ১৯৯১-১৯৯৬ এর মধ্যে বেকিটেকা এবং কালিয়াধারা ব্রিজ দুটি নির্মিত হয় । বর্তমানে হবিগঞ্জ জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে ।
( মোসা. শাহীনা আক্তার )
উপজেলা নির্বাহী অফিসার
লাখাই,হবিগঞ্জ।
ফোনঃ ০৮৩২৬-৫৬০০১ (অফিস)
০৮৩২৬-৫৬০০৩ (বাসা)
মোবাইলঃ ০১৭৩০- ৩৩১১৪৪
e-mail: unolakhai@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস