উপজেলা নির্বাহী কর্মকর্তার বার্তাঃ
হবিগঞ্জ জেলার পশ্চিমে জেলা সদরের নিকটবর্তী ছোট উপজেলাটির নাম লাখাই । এই উপজেলার নাম কী করে লাখাই হল তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। নামকরণের বিষয়ে নানা মতামত থাকলেও লাখাই যে মনোরম একটি উপজেলা সে বিষয়ে কারো দ্বিমত নেই । বিস্তীর্ণ হাওড় অঞ্চলের মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ, তারই মাঝখানে বাতাসের ঢেউয়ের তালে তালে নৌকা বা লঞ্চের ভেসে চলা অপরূপ দৃশ্যের সৃষ্টি করে । বর্ষা মওসুমে প্রায় ৬ মাস এ উপজেলার অধিকাংশ স্থান পানিতে ডুবে যায় । জেগে থাকে কতগুলো ছোট ছোট দ্বীপ । এ অঞ্চলে যাকে বলা হয় ‘হাটি’। নৌকা বা ইঞ্জিন বোট বা ছোট আকারের রঙ্গীন লঞ্চে বাচ্চারা এক দ্বীপ থেকে আরেক দ্বীপে স্কুলে যায় । অধিকাংশ মানুষ তখন ব্যস্থ থাকে মাছ শিকারে ।
নভেম্বর থেকে আরেক দৃশ্য । খাল বা হাওড়ের পানি আস্তে আস্তে শুকাতে শুরু করে । মার্চ এপ্রিলে গিয়ে একেবারে শুকনা । বর্ষা মওসুমের সেই ভাটিয়ালী গাণের সুর একেবারেই মনে পড়ে না । ধূ ধূ মাঠ ধরে চোখে পড়ে গরুর পাল, কোথাও বিস্তীর্ণ সবুজ ধানের ক্ষেত । এপ্রিল মে থেকে খালে জোয়ার আসে । আবার শুরু হয় নৌকা চলাচল । রাস্তাঘাট ডুবতে শুরু করে । এপ্রিল মে মাসে ধান কাটা হয়ে গেলে অতঃপর শুরু হয় জলের সাথে সংগ্রাম, মাছধরা, বেড়ানো । বছরের দুই সময়ে ভৌগলিক পট পরিবর্তনের কারণে এখানকার মানুষ পরিশ্রমী, সাহসী এবং সংগ্রামী ।
পূর্বে এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় লাখাই একটি দূর্গম অঞ্চল হিসেবে পরিচিত ছিল । বর্তমানে হবিগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে । চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলা, বানিয়াচং এবং মাধবপুর উপজেলার সাথে এ উপজেলার সীমানা আছে । তিনটি বিভাগের সীমান্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এ উপজেলা ক্রমশঃ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলায় পরিণত হবার সম্ভবনা রয়েছে ।
তথ্য প্রযুক্তির যুগে সেবার মান এবং গতিশীলতারজন্য উপজেলা পোর্টালচালু করার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি প্রবাসীঅধ্যুষিত এ জেলার অধিবাসীগণ এতে অনেক উপকৃত হবেন। কারিগরী ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তথ্য সন্নিবেশনকালে অনেকঅনিচ্ছাকৃত ভূলক্রটি থাকতে পারে। সেজন্য আন্তরিকভাবেদু:খপ্রকাশ করছি। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, তাই ক্রমাগতভাবে এইতথ্য বাতায়নের হালনাগাদকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস