খেলাধুলা ও বিনোদন
এই উপজেলা খেলাধুলা খুব প্রিয়, এমনকি ফুটবল খেলা যদি কোন গ্রামের হই তাহলে দেখা যায় অনেক দুর থেকে বৃদ্ধ/যুবক সব বয়সের লোকগুলো ছুটে আসে খেলা উপভোগ করার জন্য তাই এ উপজেলার উল্লেযোগ্য খেলাধুলা হচ্ছে- ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, দাড়িয়াবান্দা, বলিবল, নৌকাবাইচ, ষাড়ের লড়াই। এই উপজেলার মেয়েরাও আজ পিছে নেই তারাও এখন জাতীয় সব ধরণের খেলায় অংশ গ্রহন করে থাকে। এই উপজেলা সব ধনের বিনোদন খুব আনন্দের সাথে উপভোগ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস