নদ-নদী
এ উপজেলার বুক চিরে বয়ে চলেছে অসংখ্য ছোট নদী, খাল, শাখা নদী । খোয়াই (শাখা), সুতাং, ধলেশ্বরী, মনিখাই, সালদিঘার খাল, কলকলিয়া নদী, মেঘনা শাখা নদী (ধলেশ্বরী) এদের মধ্যে অন্যতম । নদী, খাল সমূহ বিভিন্ন হাওড় ও বিলের সাথে সংযুক্ত । বিল সমূহের মধ্যে ফিরানী বিল, সাদালিয়া বিল, বাঘাইয়া বিল, উদাজোর বিল, ঘরভাঙ্গা বিল, ঘাগটিয়া বিল, কালীবাড়ীর বেড়, গজারিয়া নদী ইত্যাদি উল্লেখযোগ্য ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস