হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের অন্তর্গত বেগুনাই গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১৫ শতাংশ। ভবন সংখ্যা ২টি । বিদ্যালয়ের মূল ভবনটি আধা পাকা দের্ঘ্য ৭০ ফুট, প্রস্থ ২৬ ফুট। দ্বিতীয় ভবন দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ ২৬ ফুট। মোট শ্রেণী কক্ষ ৫টি, ১টি অফিস কক্ষ।
১৯৩৩ সনে বেগুনাই গ্রামের কতিপয় শিক্ষানুরাগী মুরুব্বীয়ান বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিলে উক্ত গ্রামের বিশিষ্ট ধনী ব্যক্তি সবকদর খান বিদ্যালয়ের ভবনের জন্য জায়গা দান করতে সম্মতি প্রদান করেন এবং ১২ শতাংশ ভূমি বিদ্যালয়ের নামে দান করেন। পরবর্তীতে আরো ৩ শতক জমি দান করা হয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণী | ১৪ | ১৬ | ৩০ |
১ম | ৩৪ | ৪০ | ৭৪ |
২য় | ৪০ | ৩১ | ৭১ |
৩য় | ৪১ | ৪১ | ৮২ |
৪র্থ | ২৫ | ৪৪ | ৬৯ |
৫ম | ১০ | ২৮ | ৩৮ |
২০০৭ সালে ১০০%, ২০০৮ সালে ৯৬%, ২০০৯ সালে ৫২%, ২০১০ সালে ৪৯%, ২০১১ সালে ১০০%।
চলতি বৎসরে পাবলীক পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
শতভাগ পাশসহ বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করা।
বেগুনাই সরকারি প্রাথমকি বিদ্যালয়।
গ্রামঃ বেগুনাই, ডাকঘরঃ মাদনা, উপজেলাঃ লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল নং- ০১৭১৮-৮১১৩৮০ (প্রধান শিক্ষক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস