বিদ্যালয়টি হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলার অন্তর্গত ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামের পূর্ব উত্তর কোণে অবস্থিত। বিদ্যালয়টি দক্ষিণ মুখী।
অত্র বিদ্যালয়টি ১৯২৪ সালে ১৮৩ নং মনতৈল পাঠশালা নামে যাত্রা শুরু করে। ১৯৭৫ সালে অত্র ওয়ার্ড ইউ/পি সদস্য জনাব নুরুল ইসলাম সাহেব বিদ্যালয়টির নামে আরো ২৪ শতব ভূমি দান করেন এবং বিদ্যালয়টি মনতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়।
প্রাক- প্রাথমিক ৩৫ জন, ১ম শ্রেণি- ৭৯ জন, ২য় শ্রেণী- ৭৯ জন, তয় শ্রেণি-১০৯ জন, ৪র্থ শ্রেণী- ৯২ জন, ৫ম শ্রেণী- ৪৬ জন।
১। মোঃ আঃ কুদ্দুছ (সভাপতি), ২। মোঃ নুরুল ইসলাম (জমি দাতা), ৩। আঃ রাজ্জাক দিদার (সদস্য), ৪। শাহানুর মিয়া (সদস্য), ৫। বাচ্চু মিয়া (ওয়ার্ড মেম্বার), ৬। আজমান মিয়া (মেধাবী অভিভাবক), ৭। মোছাঃ পারভীন আক্তার (সদস্য), ৮। ঝরনা আক্তার (সদস্য), ৯। রোখসানা আক্তার (সদস্য), ১০। লিপি রাণী রায় (সদস্য), ১১। মোঃ সেলিম মিয়া (উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি), ১২। মোছাঃ শেফালী বেগম (সদস্য সচিব)।
২০০৭ সালে ১০০%, ২০০৮ সালে ১০০%, ২০০৯ সালে ৫০%, ২০১০ সালে ৯৫%, ২০১১ সালে ১০০%।
শতভাগ পাশ এবং শতভাগ ভর্তি।
শতভাগ পাশের হার ধরে রাখা। এ বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন ও বাস্তবায়ন করা। বিদ্যালয়টিকে আদর্শ স্কুল হিসাবে গড়ে তোলা।
গ্রাম- মনতৈল, ডাকঘর- বুল্লা বাজার, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল নং- ০১৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস