বিদ্যালয়টি লাখাই উপজেলাধীন মোড়াকরি গ্রামের ৩নং ওর্য়াডে অবস্থিত। ০১/০১/১৯৬২খ্রীঃ তারিখে অত্র এলাকার জনগনের সহযোগীতায় জুনিয়র স্কুল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। পরে ১৯৮২ সালে প্রতিষ্টানটি মাধ্যমিক স্তরে একাডেমিক স্বীকৃতি লাভ করে।এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখণ্ড শতাংশ জমি, ০১টি একতলা ভবন, ০২টি দ্বিতল ভবন ও ০১টি টিনসেড গৃহ, ০১জন প্রধান শিক্ষক, ০১জন সহকারী প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক, ০১জন অফিস সহকারী ও ০১জন দপ্তরি, ০১জন আয়া ও ০১জন নৈশ প্রহরী রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৬১৯জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণী কক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা খুবই অপ্রতুল।
প্রতিষ্ঠানটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে। এটি মোড়াকরি ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়। এটি বিগত ০১।০১।১৯৮২ খ্রিঃ তারিখে এমপিও ভূক্তি লাভ করেন।
৬ষ্ট শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী | সবমোট | ||||||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ৬১৯
|
৮৯ | ১১৪ | ২০৩ | ৬০ | ৭৪ | ১৩৪ | ৪৫ | ৫৫ | ১০০ | ৪৭ | ৬৩ | ১১০ | ২৪ | ৪৮ | ৭২ |
সন | ভর্তিকৃত ছাত্র/ছাত্রী | পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাএ/ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ১৮ | ৩৫ | ১৭ | ৩২.০৮% |
২০০৮ | ২০ | ১৯ | ১৯ | ৪৮.৭২% |
২০০৯ | ২৩ | ৩৬ | ৩৯ | ৬৬.১০% |
২০১০ | ২৮ | ৫৩ | ৪৩ | ৫৩.০৯% |
২০১১ | ৩৬ | ৩৩ | ৫৮ | ৮২.৮৬% |
* শতভাগ ফলাফল অজন
* ভবিষ্যতে স্কুলটিকে আধুনিকতর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
ইমেইল-morakarihighschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস