বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে একটি পাকা ভবন আছে।
বিদ্যালয়টি প্রথমে আগাপুর গ্রামে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আগাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি বাবু হরি বল সরকার ৩৩ শতক জমি বিদ্যালয়ের নাম দান করেন।
শিশু শ্রেণী- ২২ জন, ১ম শ্রেণী- ৬০ জন, ২য় শ্রেণী- ৪৮ জন, ৩য় শ্রেণী- ৩৯ জন, ৪র্থ শ্রেণী- ২৫ জন, ৫ম শ্রেণী- ১৮ জন।
১। সুনীল সরকার (সভাপতি), ২। অনিল সরকার (সহঃ সভাপতি), ৩। স্মৃতি রাণী গোস্বামী, ৪। সুধীর সরকার, ৫। নিখিল সরকার, ৬। সুবর্ণা রানী গোস্বামী, ৭। মঙ্গলী রাণী সরকার, ৮। মিলন রাণী সরকার, ৯। মোঃ সফিক মিয়া, ১০। আলী আবদর, ১১। মহাদেব দাস, ১২। হরিপদ গোপ।
২০০৭ সালে ৮০%, ২০০৮ সালে ৮৫%, ২০০৯ সালে ১০০%, ২০১০ সালে ৭৫%, ২০১১ সালে ১০০%।
ভর্তির হার ১০০%, ঝরে পড়া ১০%, প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ৯০%।
বিদ্যালয়টি দূর্গম এলাকায় অবস্থিত সরকারী করণ করতে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
আগাপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রাম- আগাপুর, ডাকঘর- করাব, উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। মোবাইল নং- ০১৯২০-২২৯২২১ লাখাই, হবিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস