সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলার, লাখাই উপজেলার ৬ নং বুল্লা এবং ৫ ইউনিয়নের মাঝে অবস্থিত । বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়টি বুল্লা এবং সিংহ গ্রাম এর কাছে অবস্থিত। এই বিদ্যালয়ে ৩ টি পাকা বিশিষ্ট দালান রয়েছে ।
১-০১-১৯৯৬ সালে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তি ও শিক্ষা্ অনুরাগীগন এই স্কুল নির্মান চেষ্টা চালান। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ডুগা মিয়া,সৈয়দ মেম্বার, জনাব ইমাম বক্স, জনাব আব্দুল আওয়াল, জনাব ফিরোজ , জনাব, ফরিদ মিয়া নেতৃত্বে এই বিদ্যালটি গড়ে তুলেন। এবং বিশেষ ভাবে দারোগা আলী মিয়া ৭৬ শতক, সেলামত মিয়া ৩৪ শতক জায়গা দান করেন। মোট ১১৯ শতক জায়গার মধ্যে এটি নির্মান হন ।
মোট ছাত্র ছাত্রীর সংখ্যাঃ- ৫১৫ জন
১ ।জনাব, মো: আবুল কালাম ( সভাপতি),২। জনাব, আব্দুর রাজ্জাক ( সাধারন সম্পাদক),৩। বিপ্লব কুমার দাশ সদস্য, মোছা: আয়েশা সিদ্দিকা সদস্য, মো: জিয়া উদ্দিন সদস্য, মো: মুছা মিয়া, সদস্য, বাদশা মিয়া সদস্য, সালাউদ্দিন বদউল আলম সদস্য, বদউল আলম সদস্য, আ: করিম সদস্য,
জে এস সি রেজাল্ট:- ২০১০সালে ৪৯.১৮%, ২০১১ সালে- ৫৮.১৪%, ২০১২ সালে৬১.১১%
এস এস সি রেজাল্ট- ২০০৯ সালে- ৮৫.৭২, ২০১০% সালে- ৬৬.০৭%, ২০১১ সালে- ১০০%, ২০১২ সালে ৮৪%, ২০১৩সালে ৯২%
কোন এ+ নেই
১।শতভাগ পাশের হার। ২। ঝরে পড়া বদ্ব করা, ৩। বাল্য বিবাহ রোধ করা
স্কুলটিকে একটি মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তুলা।
গ্রাম: বুল্লা , ডাকঘর: বুল্লা বাজার, উপজেলা: লাখাই, জেলা; হবিগঞ্জন । মোবাইল: ০১৭১৮৯৭৯২৩২
প্রায় ৭০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস