এ উপজেলার প্রধান ফসল ধান । ধানের মধ্যে ইরি, বোর, আমন, বিন্নি ধান, পশু শাইল, সমুদ্র ফেনা ইত্যাদির চাষ হয় । এছাড়া গোল আলু, পাট, বাদাম, খিরা, ভুট্টা, মরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, মূলা, ধরিয়া, মুসর, গম ফুলকপি, কাধাঁকপি, লাউ, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়শ, নানা জাতের শাক এ সবেরও চাষ করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS