Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

লাখাই উপজেলার আইন-শৃংখলা কমিটির ২২।৫।২০১৪ খ্রিঃ তারিখের সভার কার্যবিবরণীঃ

 

সভাপতিঃ  মোহাম্মদ সাইফুল ইসলাম 

            উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব)

             লাখাই, হবিগঞ্জ।

সভার তারিখঃ ২২।৫।২০১৪ খ্রিঃ

সময়ঃ সকাল  ১১.০০ ঘটিকা।

স্থানঃ উপজেলা পরিষদ সভাকক্ষ।

সভায় উপস্থিত সদস্যবৃন্দের  তালিকা পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য।

সভার প্রারম্ভে সভাপতি মাননীয় সংসদ সদস্যসহ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ  শুরম্ন করেন।

 

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হলে আলোচনা-১১ এর ৪র্থ লাইনে তেঘরিয়া গ্রামের কিছু সংখ্যক লোক এর স্থলে মুড়িয়াউক গ্রামের কিছু সংখ্যক লোক প্রতিস্থাপন করে  তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর লাখাই উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে নিমণবর্ণিত আলোচনা ও সিদ্ধামত্ম গৃহীত হয় ।

আলোচনা - ১

      জনাব মোঃ হাসানুজ্জামাননবাগতঅফিসার ইন-চার্জ লাখাই থানা বলেন, বর্তমানে লাখাই উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ভাল ।  তিনি  জুয়া খেলা সামাজিকভাবে রোধ করার জন্য জনপ্রতিনিধিসহ সংশিস্নষ্ট সকলকে অনুরোধ   করেন । পরবর্তীতে তিনি গত সভার সিদ্ধামেত্মর আলোকে গৃহীত কার্যক্রম ও একটি তুলনামূলক অপরাধ বিবরণী সভায় উপস্থাপন করেন এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ।

 

এপ্রিল /১৪ মাসের আইনশৃংখলার সঙ্গে সম্পর্কযুক্ত মামলা তুলনামূলক বিবরণীঃ

সময়

 

ডাকাতি

দুস্যুতা

খুন

দ্রম্নত বিচার

দাঙ্গা

চাঁদা দাবী

নারী নির্যাতন

ধর্ষণ

বর্তমান মাস

 

-

-

-

-

-

-

০২

-

মার্চ/১৪

 

-

-

-

-

-

-

-

০১

গত বছরের অনুরম্নপ মাস

-

-

-

-

-

-

০৪

-

 

সময়

শিশু নির্যাতন

অপহরণ

চুরি

 

গবাদী পশু চুরি

অন্যান্য ভাবে মামলা

অস্ত্র আইন

মাদক

মোট মামলা

গ্রেফতারকৃত মোট আসামীর সংখ্যা

বর্তমান মাস

 

-

-

০২

-

১২

-

০১

১৭

১৫

মার্চ/১৪

 

 

-

-

-

-

১৪

-

০৩

১৮

১৪

গত বছরের অনুরম্নপ মাস

-

-

০৩

-

১৫

-

০২

২২

-

 

সিদ্ধামত্মঃ  আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে সংশিস্নষ্ট সকলকে অনুরোধ জানানো হয় ।

                          

                                                                                                           চলমান পাতা-২

(২)

আলোচনা-২

          জনাব  ফারম্নক আহমেদ বলেন যে, তিনি এ ধরণের সভায়  প্রথম ।  তাঁকে আইন-শৃংখলা কমিটির সদস্য মনোনীত করায় মাননীয় সংসদ সদস্যসহ সংশিস্নষ্ট সকলকে ধন্যবাদ জানান ।  তিনি বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরণের দাঙ্গাহাঙ্গামার সৃষ্টি হয় ।  তিনি  এ বিষয়ে  স্থানীয় প্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন ।  

          সিদ্ধামত্মঃ এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের  দৃষ্টি আকর্ষণ করা হয় ।         

আলোচনা-৩

 জনাব মোর্শেদ কামাল তালুকদারকে আইন-শৃংখলা কমিটির সদস্য  মনোনীত করায়  তিনি  সংশিস্নষ্ট সকলকে ধন্যবাদ জানান ।   নবাগত অফিসার ইন-চার্জ  লাখাই থানায় যোগদানের পর বেগুনাই মুছি বাড়ীর মদ বিক্রি বন্ধ করায়  জনাব মোর্শেদ কামাল তালুকদার অফিসার ইন-চার্জ লাখাই থানাকে ধন্যবাদ জানান । তিনি আরো বলেন, বুলস্না ইউনিয়নের মিরপুর গ্রামের সবুজ মিয়ার একটি বন্দুক আছে । সে বন্দুক দ্বারা ভয়ভীতি  প্রদর্শন করে ভুমি জবর দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড  পরিচালিত করছে ।  

 সিদ্ধামত্মঃ  বন্দুক  মালিকগণের বন্দুক যথাযথ ব্যবহার হচ্ছে  কি-না সে  বিষয়ে তদমত্মপূর্বক প্রতিবেদন  আগামী সভায়  দাখিল করার জন্য  অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ করেন ।   

আলোচনা-৪

জনাব মোঃ  আলমগীর আলম তালুকদার  বলেন , লাখাই ইউনিয়ন হাওরবেষ্টিত  ভাটি  এলাকা ।  এ এলাকায় চুরি বেশী  হয় । বর্যা মৌসুমে হাওরেও চুরি হয় ।

সিদ্ধামত্মঃ এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ জানান ।           

আলোচনা-৫

জনাব মোঃ খসরম্ন  মিয়া বলেন বর্তমানে মড়িয়াউক গ্রামে  এক শ্রেণীর লোক নিজের খড়ের গাদায় এবং ঘরে আগুন  দিয়ে অন্যেকে ঘায়েল করার চেষ্টায়  লিপ্ত হয়েছে ।  তিনি বলেন মুড়িয়াউক  গ্রামে  মদ, গাজার প্রভাব রয়েছে । তিনি আরো বলেন মুড়িয়াউক সরকারি  প্রাথমিক  বিদ্যালয়টি  পরিত্যক্ত ঘোষণার পরও  জনৈক ব্যক্তি ডিসের ব্যবসা করছে ।

সিদ্ধামত্মঃ এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ জানান ।       

আলোচনা-৬

চেয়ারম্যান, ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন  পরিষদ বলেন  মুড়িয়াউক গ্রামে খড়ের গাদায় আগুন দেয়ার বিষয়টি  গত সভায়  আলোচনার পরও  তাঁর খড়ের গাদায় আগুন দেয়া  হয়েছে ।  যারা এ ধরণের কর্মকান্ডের সাথে  জড়িত  তাদের  বিরম্নদ্ধে দ্রম্নত ব্যবস্থা  গ্রহণের অনুরোধ জানান ।  বর্তমানে তাঁর ইউনিয়নে চুরি বৃদ্ধি পেয়েছে  উলেস্নখ করে বলেন  তাঁর ইউনিয়নের ইয়াছিন নামে  এক চোর  অন্য চোরদের  সাথে  মিলিত হয়ে  এলাকায় চুরি করে ।

সিদ্ধামত্মঃ খড়ের গাদায় আগুন লাগানোর বিষয়টি দেখার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান,চেয়ারম্যান, ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ এবং  জনাব মোঃ খসরম্ন মিয়াকে দায়িত্ব প্রদান করা হয় ।  চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য  অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ জানানো হয় ।       

আলোচনা-৭

চেয়ারম্যান, ২ নং মোড়াকরি ইউনিয়ন পরিষদ  বলেন আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার মত কয়েকটি ঘটনা অফিসার ইন-চার্জ লাখাই থানার সহায়তায় শেষ  হয়েছে । তিনি  বলেন, অফিসার ইন-চার্জ লাখাই থানা সহায়তা করলে  এ উপজেলার  আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হবে না ।

  সিদ্ধামত্মঃ এ বিষয়ে  অফিসার ইন-চার্জ লাখাই থানার দৃষ্টি  আকর্ষণ করা হয় ।         

আলোচনা-৮

চেয়ারম্যান , ৬ নং বুলস্না ইউনিয়ন পরিষদ বলেন , বুলস্না বাজারের মাজারের পাশে একটি ঘরে জুয়ার আসর বসে । এটি গাঁজাখোরদেরও একটি আসত্মানা ।  তিনি এ বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ  করেন ।

সিদ্ধামত্মঃ এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ জানান । 

মোছাঃ ফয়জুন্নেছা, মহিলা ভাইস চেয়ারম্যান , উপজেলা পরিষদ, লাখাই  জুয়ারীদের বিরম্নদ্ধে দ্রম্নত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ  করেন ।     

জনাব মোঃ মুর্শেদ কামাল চৌধূরী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ লাখাই বলেন, নিজেরা সংশোধন হলে আইন-শৃংখলা পরিস্থিতি  ভাল রাখা সম্ভব ।  তিনি  যে কোন পরিস্থিতি মোকাবেলায়  জনপ্রতিনিধিদের শরনাপন্ন হওয়ার জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানার দৃষ্টি আকর্ষণ করেন । তিনি আরো  বলেন,এমন অনেক লোকের কাছে বন্দুক আছে যাদের কোন যোগ্যতা নেই ।

         জনাব এডভোকেট মুশফিউল আলম আজাদ ,চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লাখাই প্রথমে লাখাই উপজেলার  আইন-শৃংখলা কমিটির  নবাগত সদস্যদের ধন্যবাদ জানান ।  এ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি অনেকাংশে ভাল উলেস্নখ করে তিনি বলেন ইদানিং  প্রতিটি এলাকায়  মদ, গাঁজা বৃদ্ধি পেয়েছে ।  তিনি মদ, গাঁজা কঠোর হসেত্ম  দমনের জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ করেন ।

                                                                                                      

(৩)

তিনি বলেন ,লাখাই স্বজনগ্রামে নির্দিষ্ট  কিছু চোর  আছে । তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আইন-শৃংখলা বাহিনীর দৃষ্টি  আকর্ষণ করেন । ইদানিং শিবপুর এবং লাখাই বাজারে  কিছু সংখ্যক লোক মদ খেয়ে মাতলামী করে উলেস্নখ করে  তিনি  তাদের বিরম্নদ্ধে প্রয়োজনীয়  পদক্ষেপ  গ্রহণের জন্য অফিসার ইন-চার্জ লাখাই থানাকে অনুরোধ করেন । 

 

আলহাজ্ব জনাব এডভোকেট মোঃ আবু জাহির, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ - ৩  নির্বাচনী  এলাকা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । তিনি  উপজেলা আইন-শৃংখলা কমিটির নবাগত  সদস্যদের ধন্যবাদ জানান ।  তিনি মদ, গাঁজা, জুয়া কঠোর হসেত্ম দমনের জন্য আইন-শৃংখলা বাহিনীকে পরামর্শ দেন । প্রয়োজনে সোর্সের মাধ্যমে পূর্বপ্রস্ত্ততি গ্রহণের পরামর্শদেন । নিয়মিত ইউনিয়ন আইনশৃংখলা কমিটির সভা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনকে পরামর্শ দেন। মুড়িয়াউক  গ্রামের আগুন লাগানোর  বিষয়টি দেখার জন্য উপজেলা আইন-শৃংখলা কমিটির মধ্যেকার মুড়িয়াউক ইউনিয়নের  সদস্যদের দায়িত্ব প্রদান করেন । তাছাড়া তিনি সরকারি  জায়গা যেন কেউ অবৈধভাবে দখল করতে  না পারে সে বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশিস্নষ্টদের অনুরোধ করেন ।

 

সভাপতি তাঁর বক্তব্যে বৈশাখ-জৈষ্ঠ মাস ধান কাটার মৌসুম সুন্দরভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান । প্রত্যমত্ম অঞ্চল থেকে  আইন-শৃংখলা  কমিটির  সদস্য মনোনীত করায় তিনি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ   জানান । তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রয়াসেই আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব । তিনি এ বিষয়ে সংশিস্নষ্ট সকলকে আমত্মরিক হওয়ার অনুরোধ জানিয়ে এবং  উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । 

 

                                                                                                                    মোহাম্মদ সাইফুল ইসলাম 

                                                                                                  উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব)

                                                                                                                   লাখাই, হবিগঞ্জ।

                                                                                                                          সভাপতি

           উপজেলা আইনশৃংখলা কমিটি

                 লাখাই, হবিগঞ্জ ।

 

স্মারকনং-০৫.৬০.৩৬৬৮.০০২.০২.০৯৯.১৪ -                                       তারিখ ঃ

 

সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ-

১। মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ - ৩  নির্বচনী  এলাকা ।

২। বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট।

৩। বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ।

৪। পুলিশ সুপার, হবিগঞ্জ।                                                               

 ৫। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লাখাই, হবিগঞ্জ।

৬-৭। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লাখাই, হবিগঞ্জ।

 

                                                                                               

                                                                                                 উপজেলা নির্বাহী অফিসার

        লাখাই, হবিগঞ্জ।

 

স্মারকনং-স্মারকনং-০৫.৬০.৩৬৬৮.০০২.০২.০৯৯.১৪ -                         তারিখঃ

 

 অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ

৮-২৬। .................................সদস্য (সকল), উপজেলা আইন-শৃংখলা কমিটি, লাখাই, হবিগঞ্জ।

২৭। ......................................

                                                                                             উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                  লাখাই, হবিগঞ্জ ।